‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’- এটি কোন ধরনের বাক্য?
Solution
Correct Answer: Option A
- পরস্পর নিরপেক্ষ দুটি সরল বাক্য যখন কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলে।
- প্রদত্ত বাক্যটিতে ‘তার বয়স বেড়েছে’ এবং ‘বুদ্ধি বাড়েনি’ দুটি স্বাধীন ও নিরপেক্ষ বাক্য।
- এই দুটি বাক্য ‘কিন্তু’ নামক সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি অখণ্ড বাক্য গঠন করেছে, তাই এটি যৌগিক বাক্য।
- যৌগিক বাক্যে সাধারণত ও, এবং, কিন্তু, অথবা, বা, অথচ, কিংবা, বরং ইত্যাদি অব্যয় ব্যবহার করা হয়।
- উদাহরণস্বরূপ: ‘সে দরিদ্র কিন্তু সৎ’ বা ‘সে পাস করেছে অথচ খুশি নয়’—এগুলোও যৌগিক বাক্যের নিদর্শন।