Solution
Correct Answer: Option A
- ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি (Sound/Phoneme), যা মানুষের বাকপ্রত্যঙ্গ থেকে উচ্চারিত আওয়াজ।
- ধ্বনিকে কোনো ক্ষুদ্রতর অংশে বা টুকরোতে ভাগ করা সম্ভব নয়, তাই এটিই শব্দের মূল ভিত্তি।
- ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপকে বর্ণ (Letter) বলা হয়, অর্থাৎ মুখে যা বলা হয় তা ধ্বনি এবং যা লেখা হয় তা বর্ণ।
- কয়েকটি ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তবে তাকে শব্দ বলে।
- যেহেতু ধ্বনি থেকেই বর্ণ, শব্দ এবং বাক্য তৈরি হয়, তাই শব্দের ক্ষুদ্রতম অংশ বা একক হলো ধ্বনি।