ঢাকা গেট নির্মাণ করেন কে?

A মীর জুমলা

B শায়েস্তা খান

C ইসলাম খান

D শাহ সুজা

Solution

Correct Answer: Option A

- ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থল্পপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেতে তৎকালীন বাংলার সুবেদার মীল জুমলা ১৬৬০- ১৬৬৩ সালের মধ্যে 'ঢাকা গেট ' নির্মাণ করেন ।
- ঐতিহাসিক মুঘল স্থাপত্যটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগরের নিকট অবস্থিত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions