কোন ভেরিয়েন্ট বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে?
A B.1.1.7
B B.1.351
C B.1.617.2
D B1.1.529
Solution
Correct Answer: Option C
২০২০ সালের শেষের দিকে ভারতে করোনা ভাইরাসের যে নতুন ধরন শনাক্ত হয় তা ডেল্টা নামে পরিচিত । করোনার এ ধরনটিতে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়