Solution
Correct Answer: Option C
- পর্তুগিজ নাবিক ও ব্যবসায়ীদের হাত ধরে বাংলা ভাষায় যে বিদেশি শব্দগুলো প্রবেশ করেছে, তার মধ্যে ‘পেয়ারা’ অন্যতম।
- পর্তুগিজ ভাষায় এই ফলটিকে বলা হয় ‘Pera’ (পেরা), যা বাংলায় পরিবর্তিত হয়ে ‘পেয়ারা’ রূপ ধারণ করেছে।
- বাংলা ভাষায় ব্যবহৃত আরও কিছু বহুল প্রচলিত পর্তুগিজ শব্দ হলো— আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি।
- মূলত সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে বাংলায় পর্তুগিজদের আগমনের ফলে এই শব্দগুলো বাংলা শব্দভান্ডারের স্থায়ী অংশ হয়ে দাঁড়ায়।