নাগারনো -কারাবাখ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে?
A তুরস্ক
B রাশিয়া
C যুক্তরাষ্ট্র
D উজবেকিস্তান
Solution
Correct Answer: Option B
নাগারন -কারাবাখ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল । অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত কিন্তু ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়ার নৃগোষ্ঠীগুলো দ্বারা নিয়ন্ত্রিত। একই সময়ে আজারবাইজানের আরও ৭টি জেলাও আর্মেনিয়া দখল করে নেয়।