জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় ?
A সেক্রেটারি
B অ্যাটাশে
C অ্যাম্বাসাডর
D হাইকমিশনার
Solution
Correct Answer: Option C
- জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিককে অ্যাম্বাসাডর বলা হয় ।
- অ্যাম্বাসাডর হচ্ছে জাতিসংঘভুক্ত একটি রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে প্রেরিত সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক ।
- ব্রিটিশ কমনওয়েলথ ভুক্ত কোন দেশ কর্তৃক অন্য কোন দেশে প্রেরিত রাষ্ট্রদূতকে হাইকমিশনার বলে ।