Solution
Correct Answer: Option C
- ওজোন স্তর বা ওজোন হোল বায়ুমন্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত।
- এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ থেকে ৫০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে।
- ওজোন স্তরের প্রধান কাজ হলো সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি (UV Ray) শোষণ করে জীবজগৎকে রক্ষা করা।
- মানুষের ব্যবহৃত ক্লোরোফ্লোরো কার্বন (CFC) গ্যাসের কারণে এই ওজোন স্তরে যে ছিদ্রের সৃষ্টি হয়, তাকেই ‘ওজোন হোল’ বা ওজোন গহ্বর বলা হয়।