ই-মেইল পদ্ধতি চালু করেন কে?

A টিমোথি জন বার্নাস লি

B রেমন্ড স্যামুয়েল টমলিসন

C স্টিভ জবস

D জন ভন নিউম্যান

Solution

Correct Answer: Option B

- বিখ্যাত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী রেমন্ড স্যামুয়েল টমলিনসন হলেন বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী।
- ১৯৭১ সালে ইন্টারনেটের পূর্বসূরি আরপানেট (ARPANET)-এ রে টমলিনসন প্রথমবারের মতো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠান।
- এর পূর্বে শুধুমাত্র একই কম্পিউটারের বিভিন্ন ব্যবহারকারীদের মধ্যেই কেবল মেইল বা বার্তা আদান-প্রদান করা সম্ভব হতো।
- তিনিই প্রথম ই-মেইল ঠিকানায় ব্যবহারকারীর নাম ও ডোমেইন নেমকে আলাদা করার জন্য @ (অ্যাট) চিহ্নটি ব্যবহারের নিয়ম চালু করেন।
- অন্যদিকে, অপশনে উল্লিখিত স্যার টিমোথি জন বার্নাস লি হলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW)-এর জনক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions