Solution
Correct Answer: Option B
- Cut up একটি Phrasal Verb, যার আক্ষরিক অর্থ হলো কোনো কিছুকে কেটে টুকরো টুকরো করা বা পৃথক করা।
- অপশনগুলোর মধ্যে Seperate শব্দটির অর্থও হলো পৃথক বা আলাদা করা।
- তাই অর্থের দিক থেকে Cut up এবং Separate সমার্থক বা একই অর্থ প্রকাশ করে।
- অন্য অপশনগুলোর মধ্যে Operate অর্থ হলো পরিচালনা করা বা কোনো যন্ত্র চালানো অথবা অস্ত্রোপচার করা।
- Desperate অর্থ হলো হতাশ বা বেপরোয়া এবং Literate অর্থ হলো শিক্ষিত বা স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।