Solution
Correct Answer: Option B
- Gentle শব্দটির অর্থ হলো ভদ্র, নম্র, অমায়িক বা শান্ত স্বভাবের।
- Rude শব্দটির অর্থ হলো অভদ্র, অশালীন বা রুক্ষ প্রকৃতির।
- তাই অর্থের দিক থেকে বিবেচনা করলে Gentle এর সঠিক বিপরীত শব্দ বা Antonym হলো Rude।
- অন্যদিকে, অপশনে থাকা Bad (খারাপ) এর বিপরীত শব্দ Good।
- Worse (অধিকতর খারাপ) এর বিপরীত শব্দ Better।
- Good (ভালো) এর বিপরীত শব্দ Bad।