Solution
Correct Answer: Option C
- 'Hamlet' হলো ইংরেজি সাহিত্যের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডিগুলির মধ্যে একটি, যার রচয়িতা উইলিয়াম শেক্সপিয়র (William Shakespeare)।
- এই নাটকটি আনুমানিক ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে রচিত হয়েছিল।
- ডেনমার্কের প্রিন্স হ্যামলেট এবং তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার কাহিনী নিয়ে এই নাটকটি রচিত।
- উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন বিখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা, যাকে প্রায়শই ইংল্যান্ডের 'জাতীয় কবি' বলা হয়।
- তার রচিত অন্যান্য বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে 'ম্যাকবেথ' (Macbeth), 'ওথেলো' (Othello), 'কিং লিয়ার' (King Lear) এবং 'রোমিও অ্যান্ড জুলিয়েট' (Romeo and Juliet)।