রহিম ২৪০ টাকায় কতগুলো কলম কিনল । সে যদি ঐ টাকায় ১ টি কলম বেশি পেত তার ১ টি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো ।রহিম কতগুলো কলম কিনল?
Solution
Correct Answer: Option D
মনে করি ,কলম কিনেছিল =xটি
অতএব ,প্রতিটি কলমের মূল্য =২৪০/x টাকা
প্রশ্নমতে , ২৪০/x-২৪০ (x+1) =1
বা,(x+১-x)/x²+x=১/২৪০
বা ,১/x²+x=১/২৪০
বা, x²+x-২৪০=০
বা, x²+১৬x-১৫x-২৪০=০
x(x+১৬)(x-১৫)=০
x-১৫=০
x=১৫