Solution
Correct Answer: Option A
উপন্যাসটি রচনা করেন বাংলাদেশের বিশিষ্ট ঔপন্যাসিক দিলারা হাশেম।
- ‘ঘর মন জানালা’ উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়।
- এই উপন্যাসটির মাধ্যমে দিলারা হাশেম সাহিত্য জগতে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
- দিলারা হাশেম ১৯৪৩ সালে যশোরে জন্মগ্রহণ করেন এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে মৃত্যুবরণ করেন।
- তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘একদা এবং অনন্ত’, ‘শঙ্খ করাত’, ‘আমলকির মৌ’ ও ‘স্তব্ধতার কানে কানে’।
- সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
- এছাড়া ‘ঘর মন জানালা’ উপন্যাস অবলম্বনে ১৯৭৩ সালে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছিল।