Solution
Correct Answer: Option A
- ‘সন্ধ্যা’ শব্দটি বাংলা ভাষায় সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসে প্রবেশ করেছে।
- যেসব শব্দ সংস্কৃত থেকে কোনো পরিবর্তন ছাড়াই অবিকৃতভাবে বাংলায় ব্যবহৃত হয়, ব্যাকরণের ভাষায় তাদের তৎসম শব্দ বলা হয়।
- এই শ্রেণীর শব্দের মধ্যে রয়েছে— চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, সন্ধ্যা, জোছনা ইত্যাদি।
- ‘তৎসম’ শব্দটির অর্থ হলো ‘তার সমান’ অর্থাৎ সংস্কৃতের সমান।
- বাংলা শব্দভান্ডারে প্রচুর পরিমাণে সংস্কৃত বা তৎসম শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়।