৫টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত লাভ হয়?

A ৩০%

B ৫০%

C ২০%

D ৫৫%

Solution

Correct Answer: Option D

সঠিক উত্তরটি হলো: ৫০%
কিন্তু প্রশ্নে প্রদত্ত সঠিক উত্তর হিসেবে "৫৫%" দেওয়া আছে যা ভুল। সঠিক উত্তর হবে ৫০%। নিচে বিস্তারিত ও শর্টকাট পদ্ধতিতে সঠিক সমাধান দেওয়া হলো:

দেওয়া আছে,
৫টি আপেলের ক্রয়মূল্য = ২০ টাকা
৫টি আপেলের বিক্রয়মূল্য = ৩০ টাকা
আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (৩০ - ২০) টাকা
= ১০ টাকা
এখানে,
২০ টাকায় লাভ হয় ১০ টাকা
১ টাকায় লাভ হয় ১০২০ টাকা
১০০ টাকায় লাভ হয় ১০×১০০২০ টাকা
= ৫০ টাকা

নির্ণেয় লাভ ৫০%

বিকল্প ও শর্টকাট পদ্ধতি:
লাভ % = লাভক্রয়মূল্য × ১০০
= ৩০-২০২০ × ১০০
= ১০২০ × ১০০ %
= ৫০%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions