‘Take forty winks’ means-
A A short sleep
B Drink
C A short trip
D Forty steps away
Solution
Correct Answer: Option A
- Take forty winks একটি ইংরেজি Idiom বা বাগধারা।
- যার বাংলা অর্থ হলো স্বল্পক্ষণের জন্য ঘুম বা তন্দ্রা।
- বিশেষ করে দিনের বেলায় অল্প সময়ের জন্য ঘুমানোকে বা ঝিমানোকে বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
- তাই অর্থানুসারে সঠিক উত্তর হলো A short sleep।