Solution
Correct Answer: Option B
সঠিক উত্তরটি হলো: আলাত
- প্রশ্নে উল্লেখিত চরিত্রগুলোর মধ্যে আলাত চরিত্রটি মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত কোনো বালার বা পালার চরিত্র নয়।
- আলাত চরিত্রটির নাম পাওয়া যায় ভেলুয়া পালায়, যা 'পূর্ববঙ্গ-গীতিকা’র অন্তর্ভুক্ত।
- অন্যদিকে নদের চাঁদ চরিত্রটি মৈমনসিংহ গীতিকার বিখ্যাত পালা ‘মহুয়া’-এর প্রধান পুরুষ চরিত্র।
- মদীনা চরিত্রটি মনসুর বয়াতি রচিত মৈমনসিংহ গীতিকার অন্যতম পালা ‘দেওয়ানা মদিনা’-এর কেন্দ্রীয় নারী চরিত্র।
- মলুয়া নিজেই মৈমনসিংহ গীতিকার একটি স্বতন্ত্র পালার নাম এবং এর কেন্দ্রীয় চরিত্রের নামও মলুয়া।
- দিনেশচন্দ্র সেন সংগৃহীত মৈমনসিংহ গীতিকা (১৯২৩) মূলত নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের লোকগাথার সংগ্রহ, যেখানে ‘পূর্ববঙ্গ গীতিকা’ (১৯২৬) চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের পালার সংগ্রহ।