Solution
Correct Answer: Option D
- তুরস্কের সরকারি মুদ্রার নাম হলো টার্কিশ লিরা বা লিরা।
- এর আন্তর্জাতিক বা প্রচলিত সংক্ষিপ্ত সাংকেতিক রূপ হলো TRY।
- মুদ্রাটির বর্তমান সংস্করণ চালু হয় ২০০৫ সালে, যখন পুরনো লিরা থেকে ছয়টি শূন্য বাদ দেওয়া হয়।
- এই মুদ্রাটি তুরস্ক ছাড়াও উত্তর সাইপ্রাসে ব্যবহৃত হয়ে থাকে।
- অপরপক্ষে, 'রিয়েল' হলো ব্রাজিল ও সৌদির, 'ডলার' যুক্তরাষ্ট্রসহ বহু দেশের এবং 'পেসো' আর্জেন্টিনা ও মেক্সিকোর মুদ্রা।