Solution
Correct Answer: Option C
- পৃথিবী সূর্যের চারদিকে আবর্তনের সময় ২১ জুন তারিখে এমন এক অবস্থানে পৌঁছায় যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবথেকে বেশি ঝুঁকে থাকে।
- এই দিনে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে বা ৯০ ডিগ্রি কোণে কিরণ দেয়।
- সূর্যের এই অবস্থানের কারণে ২১ জুন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছোট হয়।
- এই তারিখটিকে কর্কটসংক্রান্তি বা উত্তরায়নান্ত (Summer Solstice) বলা হয়।
- ২১ জুন তারিখের ঠিক বিপরীত অবস্থা দেখা যায় ২২ ডিসেম্বর তারিখে, যা উত্তর গোলার্ধে সবচাইতে ছোট দিন।
- এছাড়াও, ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর তারিখে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান থাকে।