Solution
Correct Answer: Option A
- দৃশ্যমান আলোর বর্ণালিতে লাল (Red) আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি (Violet) আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম।
- তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী দৃশ্যমান আলোর বর্ণের ঊর্ধ্বক্রম হলো: বেগুনি < নীল (Indigo) < আসমানী (Blue) < সবুজ < হলুদ < কমলা < লাল।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে কমলা আলোর অবস্থান লাল আলোর ঠিক আগেই, তাই এর তরঙ্গদৈর্ঘ্য অন্য অপশনগুলোর (সবুজ, নীল, হলুদ) তুলনায় বেশি।
- দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য সাধারণত ৩৮০ ন্যানোমিটার (বেগুনি) থেকে ৭০০ ন্যানোমিটার (লাল) এর মধ্যে থাকে।
- আলোর বর্ণ নির্ধারিত হয় তার তরঙ্গদৈর্ঘ্যের ওপর ভিত্তি করে, যেখানে তরঙ্গদৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কমে যায়।