Solution
Correct Answer: Option B
- ‘Aesthetics’ শব্দটি দর্শন এবং শিল্পের একটি শাখা যা সৌন্দর্য, রুচি এবং শিল্পকলা নিয়ে আলোচনা করে।
- এই ইংরেজি শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ হলো ‘নন্দনতত্ত্ব’, যার মূল লক্ষ্য হলো সৌন্দর্যবোধ ও নান্দনিকতা বিশ্লেষণ করা।
- অন্যদিকে অপশনে থাকা ‘নীতিবিদ্যা’ হলো Ethics, ‘সম্মোহন বিদ্যা’ হলো Hypnotism এবং ‘বিমান বিদ্যা’ হলো Aviation বা Aeronautics।
- ‘Aestheticism’ বা নান্দনিকতাবাদ হলো এমন একটি মতবাদ যা কেবল সৌন্দর্যের উপাসনা বা সৌন্দর্যানুরাগ (Appreciation of beauty) প্রকাশ করে।
- সহজ কথায়, কোনো কিছু কতটা সুন্দর এবং কেন সুন্দর—এই বিষয়গুলো নিয়েই Aesthetics বা নন্দনতত্ত্ব আলোচনা করে।