Solution
Correct Answer: Option D
- ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান গম উৎপাদনকারী দেশ।
- ইউক্রেনের উর্বর কৃষি জমি এবং অনুকূল আবহাওয়া গম চাষের জন্য আদর্শ।
- ইউক্রেনে উৎপাদিত গম ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
- ইউক্রেনের গম রপ্তানির বিশাল পরিমাণের কারণে এটিকে "ইউরোপের রুটির ঝুড়ি" (Breadbasket of Europe) বলা হয়।
- ইউরোপে আয়তন বিবেচনায় রাশিয়ার পর সবচেয়ে বড় দেশ ইউক্রেন, যার রাজধানী কিয়েভ।
- রাশিয়া ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে, যা আন্তর্জাতিকভাবে আগ্রাসন হিসেবে বিবেচিত হয়।