Solution
Correct Answer: Option A
- প্রখ্যাত ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেন ‘গাজী মিয়া’ ছদ্মনামে লিখতেন।
- তাঁর রচিত বিখ্যাত ব্যঙ্গাত্মক নকশা বা সমাজ-সমালোচনামূলক গ্রন্থটির নাম ‘গাজী মিয়ার বস্তানী’।
- মীর মশাররফ হোসেন ১৯ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি মুসলমান সাহিত্যিক ছিলেন, যিনি ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসের জন্য সর্বাধিক পরিচিত।
- অপশনে থাকা প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম ছিল ‘টেকচাঁদ ঠাকুর’ এবং কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল ‘হুতোম প্যাঁচা’।