রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কি.মি। একটি বাস 7 ঘণ্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি 1 ঘণ্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার ঘণ্টায়?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
রাজশাহী থেকে খুলনার দূরত্ব = ২৮২ কি.মি.
বাসটি খুলনা থেকে রাজশাহী পৌঁছাতে মোট সময় নেয় = ৭ ঘণ্টা
যাত্রাপথে বিরতি নেয় = ১ ঘণ্টা
যেহেতু বাসটি ১ ঘণ্টা থেমে ছিল, তাই বাসটি প্রকৃতপক্ষে চলেছে = (৭ – ১) ঘণ্টা = ৬ ঘণ্টা
আমরা জানি,
গতিবেগ = অতিক্রান্ত দূরত্ব / সময়
সুতরাং, বাসটির গড় গতিবেগ
= ২৮২ / ৬ কি.মি./ঘণ্টা
= ৪৭ কি.মি./ঘণ্টা
উত্তর: বাসটির গড় গতিবেগ ৪৭ কি.মি./ঘণ্টা।
শর্টকাট নিয়ম:
প্রকৃত সময় = মোট সময় - বিরতি = ৭ - ১ = ৬ ঘণ্টা
গতিবেগ = দূরত্ব / সময় = ২৮২ / ৬ = ৪৭ কি.মি./ঘণ্টা