কোন protocol টি internet সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
A TCP/IP
B Nobel Network
C Net BEVI
D Linux
Solution
Correct Answer: Option A
- কম্পিউটার নেটওয়ার্কের জন্য সুপরিকল্পিত নির্ধারিত রীতিনীতিই হচ্ছে protocol.
- ইন্টারনেটে বহুল ব্যবহৃত প্রটোকল হচ্ছে Transmission Control protocol/ internet protocol (TCP/IP).
- এ protocol-টি ১৯৮২ সালে উদ্ভাবিত হয়।
- TCP/IP প্রটোকলে ৪টি স্তর রয়েছে।
- বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ও messege পাঠাতে TCP/IP ব্যবহৃত হয়।
- ৬৪ বিটের অপারেটিং সিস্টেম Linux.
- ফিনল্যান্ডের যুবক লিনাস টোরভাল্ডস ১৯৯১ সালে উদ্ভাবন করেন।
- Linux এর কোনো মালিকানা নেই। এটি বিনামূল্যে পাওয়া যায়।