কম্পিউটার নেটওয়ার্কে OSI লেয়ারের স্তর কয়টি?
Solution
Correct Answer: Option A
- OSI Model এর পূর্ণরূপ হলো Open Systems Interconnection Model.
- মূলত কম্পিউটার এবং অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইস সমূহের মধ্যে কিভাবে সংযোগ গড়ে ওঠে সেটাই নির্দেশ করে এই OSI Model.
- এটি একটি লজিক্যাল মডেল; এতে সাতটি লেয়ার থাকে।
- উপরের তিনটি লেয়ারকে Upper Layer এবং নিচের চারটিকে Lower Layer বলে।