কোন পরীক্ষায় রহিম এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। ৪র্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮৭ হয়?
Solution
Correct Answer: Option D
রহিম এর প্রথম তিনটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমষ্টি (৮২ + ৮৫ + ৯২) = ২৫৯
রহিম এর চারটি পরীক্ষার নম্বরের সমষ্টি হবে (৪ × ৮৭) = ৩৪৮
∴ ৪র্থ পরীক্ষায় তাকে পেতে হবে (৩৪৮ - ২৫৯) = ৮৯ নম্বর