Solution
Correct Answer: Option D
'জীবন-বন্দনা' কবিতা
কাজী নজরুল ইসলাম
গাহি তাহাদের গান –
ধরণির হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
ত্রস্তা ধরণি নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে।
বন্য-শ্বাপদ-সংকুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা।
যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে
বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণী লয়ে।
এল দুর্জয় গতিবেগ সম যারা যাযাবর-শিশু
তারাই গাহিল নব প্রেমগান ধরণি-মেরির জিশু
যাহাদের চলা লেগে
উল্কার মতো ঘুরিছে ধরণি শূন্যে অমিত বেগে !
- কাজী নজরুল ইসলাম রচিত 'সন্ধ্যা' (১৯২৯) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা 'জীবন-বন্দনা'।
- এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি- 'গাহি তাহাদের গান- / ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। ... বন্য-শ্বাপদ-সংকুল জরা- মৃত্যু-ভীষণা ধরা / যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহারা।'
কাজী নজরুল ইসলামের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- পুবের হাওয়া,
- সাম্যবাদী,
- ঝিঙ্গে-ফুল,
- ফনিমনসা,
- প্রলয়-শিখা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু।