সংখ্যারেখার বামদিকের সংখ্যাগুলোকে কি বলে? 

A শূণ্য রাশি 

B পরম মান সংখ্যা 

C ঋণাত্মক সংখ্যা 

D ধনাত্মক সংখ্যা 

Solution

Correct Answer: Option C

- সংখ্যারেখার বামদিকের সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলে এবং ডানদিকের সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলে।
- যেমন, সংখ্যারেখায় -৩, -২, -১ ... ০ ... ১, ২, ৩ ... এভাবে বামদিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং ডানদিকের সংখ্যাগুলো ধনাত্মক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions