বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- ৬ জুন, ১৯৯৭ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে BIMSTEC প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৭ ( বাংলাদেশ ,ভুটান, ভারত, মিয়ানমার,নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড)।
- ২০১৪ সালে ঢাকায় BIMSTEC এর সদরদপ্তর স্থাপন করা হয় ।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।