কোন দেশটি G-8 (Group of Eight) সদস্যভুক্ত নয়? 

A ফ্রান্স 

B রাশিয়া 

C জাপান

D কানাডা

Solution

Correct Answer: Option B

- Group of Seven (G-7) বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের জোট (যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান ও কানাডা)।
- ১৯৯৮ সালে রাশিয়া যোগ দেওয়ায় এ জোটের নাম হয় G-8।
- কিন্তু ২০১৪ সালে অন্য দেশগুলো ক্রিমিয়া ইস্যুতে রাশিয়াকে বর্জন করলে এটি আবার G-7 এ পরিণত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions