Plagiarism এর বাংলা প্রতিশব্দ কোনটি?
A বেতনবৃত্তি
B প্রতক্ষবৃত্তি
C জলৌকাবৃত্তি
D কুম্ভিলকবৃত্তি
Solution
Correct Answer: Option D
সাহিত্যে অন্যের রচনাকে নিজের বলে চালানোকেই কুম্ভিলত্ব বা কুম্ভিলকবৃত্তি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে রাজ্যে কুম্ভিলকবৃত্তিকে Plagiarism নামে অভিহিত করা হয়। একজন সৃজনশীল স্রষ্টার কর্মের স্বার্থকতা তখনই পূর্ণতা পায় তখন যখন সেটি অন্য কোনো কর্মকে সৃজনশীল করে তোলে।