যে দ্বন্দ্ব সমাসের দুই পদে একই বিভক্তি যুক্ত থাকে অথবা কোন বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে।
যেমনঃ
- দেশে ও বিদেশে =দেশে -বিদেশে , দুধে ও ভাতে =দুধে -ভাতে ।
- মাতা ও পিতা =মাতাপিতা (মিলনার্থক দ্বন্দ্ব) ।
- অধম যে নর =নরাধম (কর্মধারয় সমাস );
- আগে ধোয়া পরে মোছা =ধোয়ামোছা (কর্মধারয় সমাস ) ।
যে দ্বন্দ্ব সমাসে দুই পদের অর্থের মধ্যে সম্পর্ক বা সৌহার্দ থাকে, তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে যেমন: ভাই ও বোন = ভাই-বোন; স্বামী ও স্ত্রী = স্বামী-স্ত্রী ইত্যাদি।