গাজী মিয়ার বস্তানী কী ধরনের রচনা?

A প্রবন্ধ

B কাব্য

C আত্মজীবনী

D নাটক

Solution

Correct Answer: Option C

মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক ব্যঙ্গাত্মক রচনা 'গাজী মিয়াঁর বস্তানী' । লেখক 'ভেড়াকান্ত ' ছদ্মনামে ব্যাঙ্গের মাধ্যমে সমাজের অনাচার ,অন্যায় ,সামাজিক দুর্নীতি এবং এ সমাজভুক্ত মানুষের নৈতিক অধঃপতন ,মনুষ্যত্ব ও হৃদয়হীন আচরণের চিত্রই এখানে চিত্রিত করেছেন ।

মুসলিম লেখকদের মধ্যে প্রথম উপন্যাস রচয়িতা - মীর মশাররফ হোসেন। তার প্রথম উপন্যাস - রত্নবতী। এটি ১৮৬৯ সালে প্রকাশিত হয়।

তার শ্রেষ্ঠ রচনা - বিষাদসিন্ধু; এর প্রদান চরিত্র - এজিদ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions