বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন?
Solution
Correct Answer: Option B
ইউনেস্কো উপদেষ্টা কমিটি ৩০ অক্টোবর ,২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে Worlds Documetary Herritage এর অংশ হিসেবে Memory of the world Register -এ অন্তর্ভুক্ত করে ।উল্লেখ্য ,১৯৯২ সালে ইউনেস্কো Memory of the world Register প্রোগ্রামটি চালু করে ।