Solution
Correct Answer: Option C
- ওশেনিয়া মহাদেশের একটি বৃহত্তম এবং স্বাধীন দ্বীপরাষ্ট্র হলো পাপুয়া নিউ গিনি।
- ভৌগোলিক এবং নৃতাত্ত্বিক বিচারে পাপুয়া নিউ গিনি মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত।
- মেলানেশিয়া হলো প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের একটি উপ-অঞ্চল।
- ‘মেলানেশিয়া’ শব্দটি মূলত গ্রিক শব্দ থেকে এসেছে, যেখানে ‘মালাস’ অর্থ কালো এবং ‘নেসোস’ অর্থ দ্বীপ।
- পাপুয়া নিউ গিনি ছাড়াও ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতু মেলানেশিয়ার অন্তর্গত দেশ।
- এই দেশটি প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে, অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে অবস্থিত।