ফখরুদ্দিন মুবারক শাহ কত সালে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করেন?
A ১৩৪৯
B ১৩৪২
C ১৩৩৫
D ১৩৩৮
Solution
Correct Answer: Option D
- ১৩৩৮ সালে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন।
- তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান।
- ১৩৩৮ থেকে ১৩৪৯ সাল পর্যন্ত তিনি সোনারগাঁয়ে রাজত্ব করেন।
- তিনি দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুঘলক-এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন।
- তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ সোনারগাঁয়ের সিংহাসনে বসেন।