দুর্নীতি ধারণা সূচক-২০২৪, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ?
A ডেনমার্ক
B ফিনল্যান্ড
C সুইডেন
D আয়ারল্যান্ড
Solution
Correct Answer: Option A
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (TI) প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক (CPI)-২০২৪ অনুযায়ী শীর্ষ দেশ ডেনমার্ক।
- অর্থাৎ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ডেনমার্কের অবস্থান শীর্ষে।
- ডেনমার্ক এবার ১০০ এর মধ্যে সর্বোচ্চ ৯০ স্কোর অর্জন করে প্রথম স্থান ধরে রেখেছে।
- এই তালিকায় ৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ফিনল্যান্ড।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রতি বছর দুর্নীতির বৈশ্বিক সূচক প্রকাশ করে।