সর্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষযুক্ত স্কিম কোনটি?

A প্রগতি

B সুরক্ষা

C প্রত্যয়

D প্রবাসী

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশের সর্বজনীন পেনশন স্কিমে 'প্রত্যয়' হলো সবশেষ যুক্ত হওয়া স্কিম।
- এই স্কিমটি ২০ মার্চ ২০২৪ সালে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা ২০২৩ সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়।
- এই স্কিমটির অফিশিয়াল কার্যক্রম চালু হয় ১ জুলাই ২০২৪ তারিখ থেকে।
- এটি মূলত স্বায়ত্বশাসিত, আধা-সরকারি, রাষ্ট্রায়ত্ত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন কর্মচারীদের জন্য প্রযোজ্য।
- সর্বজনীন পেনশন স্কিমের অন্য তিনটি স্কিম হলো 'প্রগতি' (বেসরকারি চাকরিজীবী), 'সুরক্ষা' (স্বকর্মে নিয়োজিত ও অপ্রাতিষ্ঠানিক খাত) এবং 'সমতা' (স্বল্প আয়ের মানুষ)।
- এছাড়া প্রবাসীদের জন্য রয়েছে 'প্রবাসী' স্কিম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions