Solution
Correct Answer: Option C
- নারিকা-১ হলো একটি উচ্চ ফলনশীল এবং খরা সহিষ্ণু ধানের জাত।
- এটি মূলত আফ্রিকান নেরিকা (NERICA - New Rice for Africa) ধান থেকে উদ্ভাবিত একটি বিশেষ জাত।
- এই ধান চাষে পানির প্রয়োজনীয়তা কম এবং এটি খরা কবলিত এলাকাতে ভালো জন্মাতে পারে।
- বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বিএডিসি (BADC) বাংলাদেশে এই জাতটির পরীক্ষামূলক চাষাবাদ ও প্রচলন নিয়ে কাজ করেছে।
- সাধারণত বোরো মৌসুম বা রবি শস্য হিসেবে কম সেচ দিয়ে এই ধান আবাদ করা সম্ভব।