Solution
Correct Answer: Option B
- সিনা উইবো (Sina Weibo) হলো একটি জনপ্রিয় চীনা মাইক্রোব্লগিং সাইট যা সিনা কর্পোরেশন দ্বারা ১৪ আগস্ট ২০০৯ সালে চালু করা হয়েছিল।
- এটি টুইটার এবং ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর চীনা সংস্করণ হিসেবে পরিচিত।
- জ্যাক ডর্সি হলেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা, অপরদিকে ডেভিড কার্প টাম্বলার (Tumblr) প্রতিষ্ঠা করেন।
- লুডিকর্প হলো সেই কোম্পানি যারা ছবি শেয়ারিং সাইট ফ্লিকার (Flickr) তৈরি করেছিল।