Solution
Correct Answer: Option D
- ইংরেজিতে 'Neighbour' (প্রতিবেশী) শব্দটি দ্বারা নির্দিষ্ট কোনো লিঙ্গ বোঝানো হয় না।
- এটি দ্বারা একজন পুরুষ (Masculine) বা একজন মহিলা (Feminine) উভয়কেই বোঝানো যেতে পারে।
- যেসব শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝায়, ইংরেজি গ্রামারে সেগুলোকে Common Gender বা উভয়লিঙ্গ বলা হয়।
- এই শ্রেণির অন্যান্য উদাহরণের মধ্যে রয়েছে Teacher, Student, Doctor, Cousin, Friend ইত্যাদি।
- তাই নিয়ম অনুযায়ী 'Neighbour' শব্দটি Common Gender এর অন্তর্ভুক্ত।