Who is not a Victorian poet?

A Alfred Tennyson

B Robert Browning

C William Wordsworth

D Matthew Arnold

Solution

Correct Answer: Option C

- উইলিয়াম ওয়ার্থসওয়ার্থ (William Wordsworth) একজন ভিক্টোরিয়ান যুগের কবি নন, তিনি মূলত রোমান্টিক যুগের (Romantic Age) একজন অন্যতম প্রধান কবি।
- ইংরেজি সাহিত্যে ১৭৯৮ থেকে ১৮৩৭ সাল পর্যন্ত সময়কালকে রোমান্টিক যুগ বলা হয়, যেখানে ওয়ার্থসওয়ার্থ এবং এস.টি. কোলরিজের যৌথভাবে প্রকাশিত 'Lyrical Ballads' (১৭৯৮) কাব্যগ্রন্থটি এই যুগের সূচনা করে।
- অন্যদিকে, ১৮৩৭ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত সময়কালকে ভিক্টোরিয়ান যুগ (Victorian Age) বলা হয় এবং এই সময়ের শাসনামলে ছিলেন রানী ভিক্টোরিয়া।
- প্রশ্নে উল্লেখিত আলফ্রেড টেনিসন (Alfred Tennyson), রবার্ট ব্রাউনিং (Robert Browning) এবং ম্যাথিউ আর্নল্ড (Matthew Arnold) প্রত্যেকেই ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত কবি।
- টেনিসন ছিলেন ভিক্টোরিয়ান যুগের প্রতিনিধিত্বকারী কবি বা 'Poet Laureate', যেখানে ওয়ার্থসওয়ার্থ প্রকৃতির পূজারী হিসেবে রোমান্টিক ভাবধারার জন্য পরিচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions