Solution
Correct Answer: Option C
- উইলিয়াম ওয়ার্থসওয়ার্থ (William Wordsworth) একজন ভিক্টোরিয়ান যুগের কবি নন, তিনি মূলত রোমান্টিক যুগের (Romantic Age) একজন অন্যতম প্রধান কবি।
- ইংরেজি সাহিত্যে ১৭৯৮ থেকে ১৮৩৭ সাল পর্যন্ত সময়কালকে রোমান্টিক যুগ বলা হয়, যেখানে ওয়ার্থসওয়ার্থ এবং এস.টি. কোলরিজের যৌথভাবে প্রকাশিত 'Lyrical Ballads' (১৭৯৮) কাব্যগ্রন্থটি এই যুগের সূচনা করে।
- অন্যদিকে, ১৮৩৭ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত সময়কালকে ভিক্টোরিয়ান যুগ (Victorian Age) বলা হয় এবং এই সময়ের শাসনামলে ছিলেন রানী ভিক্টোরিয়া।
- প্রশ্নে উল্লেখিত আলফ্রেড টেনিসন (Alfred Tennyson), রবার্ট ব্রাউনিং (Robert Browning) এবং ম্যাথিউ আর্নল্ড (Matthew Arnold) প্রত্যেকেই ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত কবি।
- টেনিসন ছিলেন ভিক্টোরিয়ান যুগের প্রতিনিধিত্বকারী কবি বা 'Poet Laureate', যেখানে ওয়ার্থসওয়ার্থ প্রকৃতির পূজারী হিসেবে রোমান্টিক ভাবধারার জন্য পরিচিত।