মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে-

A বাক-প্রত্যঙ্গ

B অঙ্গ ধ্বনি

C স্বরতন্ত্র

D নাসিকারন্ধ্র

Solution

Correct Answer: Option A

- মানুষের কথা বলার জন্য বা মনের ভাব প্রকাশের জন্য দরকার হয় ধ্বনির, আর এই ধ্বনি উচ্চারণে সাহায্য করে শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ। এদের সমষ্টিগত নাম ‘বাগযন্ত্র’ বা ‘বাক-প্রত্যঙ্গ’
- ‘Bangla Academy Promit Bangla Grammar’এনসিটিবি (NCTB) অনুযায়ী, ফুসফুস, স্বরযন্ত্র, জিহ্বা, ঠোঁট, দাঁত, মাড়ি, তালু এবং নাসিকা ইত্যাদি হলো বাক-প্রত্যঙ্গ। এর মধ্যে ফুসফুস ধ্বনি তৈরির চালিকাশক্তি আর জিহ্বা হলো ধ্বনি উচ্চারণের সবচেয়ে সক্রিয় অঙ্গ।
- বাগযন্ত্র বা বাক-প্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে।

উদাহরণ:
আমরা যখন 'মা' শব্দটি উচ্চারণ করি, তখন আমাদের ঠোঁট (ওষ্ঠ) পরস্পরের সাথে স্পর্শ করে। এখানে ঠোঁট একটি বাক-প্রত্যঙ্গ।

ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- অঙ্গ ধ্বনি: ব্যাকরণে 'অঙ্গ ধ্বনি' নামে কোনো পারিভাষিক শব্দ নেই। এটি একটি বিভ্রান্তিকর অপশন।
- স্বরতন্ত্র: স্বরতন্ত্র (Vocal cord) হলো বাক-প্রত্যঙ্গের একটি অংশ মাত্র, কিন্তু সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের সমষ্টি নয়। এটি স্বরযন্ত্রের ভেতরে থাকে এবং ধ্বনি সৃষ্টিতে কম্পন সৃষ্টি করে।
- নাসিকারন্ধ্র: নাসিকারন্ধ্রও বাক-প্রত্যঙ্গের একটি অংশ বিশেষ, যা নাসিক্য ধ্বনি উচ্চারণে সাহায্য করে। কিন্তু মানুষর ধ্বনি তৈরিতে সহায়তাকারী সকল অঙ্গকে একত্রে নাসিকারন্ধ্র বলে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions