মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে-
Solution
Correct Answer: Option A
- মানুষের কথা বলার জন্য বা মনের ভাব প্রকাশের জন্য দরকার হয় ধ্বনির, আর এই ধ্বনি উচ্চারণে সাহায্য করে শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গ-প্রত্যঙ্গ। এদের সমষ্টিগত নাম ‘বাগযন্ত্র’ বা ‘বাক-প্রত্যঙ্গ’।
- ‘Bangla Academy Promit Bangla Grammar’ ও এনসিটিবি (NCTB) অনুযায়ী, ফুসফুস, স্বরযন্ত্র, জিহ্বা, ঠোঁট, দাঁত, মাড়ি, তালু এবং নাসিকা ইত্যাদি হলো বাক-প্রত্যঙ্গ। এর মধ্যে ফুসফুস ধ্বনি তৈরির চালিকাশক্তি আর জিহ্বা হলো ধ্বনি উচ্চারণের সবচেয়ে সক্রিয় অঙ্গ।
- বাগযন্ত্র বা বাক-প্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে।
• উদাহরণ:
আমরা যখন 'মা' শব্দটি উচ্চারণ করি, তখন আমাদের ঠোঁট (ওষ্ঠ) পরস্পরের সাথে স্পর্শ করে। এখানে ঠোঁট একটি বাক-প্রত্যঙ্গ।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- অঙ্গ ধ্বনি: ব্যাকরণে 'অঙ্গ ধ্বনি' নামে কোনো পারিভাষিক শব্দ নেই। এটি একটি বিভ্রান্তিকর অপশন।
- স্বরতন্ত্র: স্বরতন্ত্র (Vocal cord) হলো বাক-প্রত্যঙ্গের একটি অংশ মাত্র, কিন্তু সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের সমষ্টি নয়। এটি স্বরযন্ত্রের ভেতরে থাকে এবং ধ্বনি সৃষ্টিতে কম্পন সৃষ্টি করে।
- নাসিকারন্ধ্র: নাসিকারন্ধ্রও বাক-প্রত্যঙ্গের একটি অংশ বিশেষ, যা নাসিক্য ধ্বনি উচ্চারণে সাহায্য করে। কিন্তু মানুষর ধ্বনি তৈরিতে সহায়তাকারী সকল অঙ্গকে একত্রে নাসিকারন্ধ্র বলে না।