একটি ট্রাপিজিয়মের সমান্তরাল বাহদ্বয়ের দৈঘ্য 32 মিটার ও 64 মিটার এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

A 8 মিটার

B 16 মিটার

C 48 মিটার

D 64 মিটার

Solution

Correct Answer: Option B

ট্রাপিজিয়মের ক্ষেত্রফল = (1/2) × সমান্তরাল বাহদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ 768 = (1/2) × (32 + 64) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (768 × 2)/96 = 16 মিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions