Solution
Correct Answer: Option B
- জাহানারা ইমাম শহীদ জননী হিসেবে খ্যাত। তাঁর সর্বাধিক খ্যাতির কারণ স্মৃতিচারণমূলক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'র জন্য।
- 'শহিদ জননী জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি 'একাত্তরের দিনগুলি' । জাহানারা ইমামের লেখা ব্যক্তিগত ডায়েরী থেকে ১ মার্চ, ১৯৭১ থেকে ১৭ ডিসেম্বর, ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাবলি নিয়ে ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে একাত্তরের দিনগুলি' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- ‘সাতটি তারার ঝিকিমিকি' (১৯৭৩),
- 'অন্য জীবন' (১৯৮৫),
- একাত্তরের দিনগুলি' (১৯৮৬),
- 'বিদায় দে মা ঘুরে আসি(১৯৮৯),
- 'বুকের ভিতর আগুন' (১৯৯০),
- 'নিঃসঙ্গ পাইন' (১৯৯০),
- 'নাটকের অবসান' (১৯৯০),
- 'ক্যান্সারের সঙ্গে বসবাস' (১৯৯১),
- প্রবাসের দিনগুলি (১৯৯২)।