A মহাশূন্য থেকে আগত রশ্মির সময়কাল
B ছায়াপথের নিজ অক্ষে বিবর্তনকাল
C ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
D কোনটি নয়
Solution
Correct Answer: Option C
মিল্কিওয়ে গ্যালাক্সিকে পুরো একবার ঘুরে আসতে সূর্যের ২২.৫ থেকে ২৫ কোটি বছর সময় লেগে যায় ।এ সময়কে বলা হয় কসমিক ইয়ার ।আবার ,ছায়াপথ নিজের স্থির না ,এর ও রয়েছে আবর্তন গতি ।ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে কসমিক ইয়ার বলে।