যদি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ।
Solution
Correct Answer: Option B
২৫% বৃদ্ধিতে তেলের মূল্য (১০০+২৫) টাকা
=১২৫ টাকা
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
" " ১ " " " ১০০/১২৫ টাকা
" " ১০০ " " " (১০০×১০০)/১২৫ "
=৮০ টাকা
অতএব ,তেল বাবদ খরচ কমাতে হবে (১০০-৮০) %=২০%