Solution
Correct Answer: Option A
বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু অসমান থাকে।
ত্রিভুজ হওয়ার শর্ত:
• ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তর হতে হবে।
• ত্রিভুজের যেকোনো দুই বাহুর পার্থক্য তার তৃতীয় বাহুর চেয়ে ক্ষুদ্রতর হতে হবে।
• ত্রিভুজের তিনটি কোণের যোগফল ১৮০° হয়।
• ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণসমূহ সমান হয়।